ভোলা`র বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহণ করার অপরাধে মাটি বোঝাই ২টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে খেয়াঘাট ব্রীজের উপর পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. মেহেদি হাসান।
এবিষয় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রায়হানুজ্জামান আমার সংবাদকে জানান, অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহন করার সময় রেজিষ্ট্রেশন বিহীন ও লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিনের থানা পুলিশ
বিআরইউ