মির্জাপুরে কৃষক দলের আহ্বায়ক পদে স্থগিত-১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৪৭ পিএম
মির্জাপুরে কৃষক দলের আহ্বায়ক পদে স্থগিত-১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধার পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপস্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধার পদ স্থগিত করা হইল।

এর আগে ২০ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উত্থানকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি দেয়া হয়।

এব্যাপারে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক দিপু হায়দার খান বলেন, বিগত দিনে দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ না করা। অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা অভিযোগে জাহাঙ্গীর মৃধার পদটি স্থগিত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আহ্বায়ক-সদস্য সচিবের স্থলে গঠনতন্ত্র অনুযায়ী দুই সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দায়িত্ব পালন করবেন।

স্থগিত হওয়া জাহাঙ্গীর আলম মৃধা জানান, শুধুমাত্র ভুল বোঝাবুঝি এ ছাড়া অন্য কিছু নয়। এটি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে জানান তিনি।

বিআরইউ