- ৬ লাখ টাকা জরিমানা
গত শুক্রবার (৩ জানুয়ারি) দৈনিক ‘আমার সংবাদ পত্রিকার অনলাইন’ ও পরদিন ৪ জানুয়ারি পত্রিকার প্রিন্ট সংস্করণে ভোলার তেতুলিয়া নদীতে থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর লালমোহনের তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
এতে জেলার সর্বমহলে প্রশংসায় ভাসছে কোস্টগার্ডসহ উপজেলা প্রশাসন।
রোববার রাত ৯টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নদী ভাঙনের অন্যতম কারণ অবৈধভাবে বালু উত্তোলন। অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ভোলা জেলার লালমোহন উপজেলাধীন তেতুলিয়া নদীর গজারিয়া খালের মোড় ও তৎসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার (আল্লাহর দান ও সিফাত-২) এবং ২টি বাল্কহেডসহ (রুম্মান-১ ও সিফাত-১) ৬ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরবর্তীতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারসহ আটকদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
ইএইচ