মাদক উদ্ধারে সর্বোচ্চ ভূমিকা রাখার দাবি

সোনারগাঁয়ে ৪ মাসে অপরাধ দমনে লক্ষণীয় ভূমিকায় পুলিশ

পনির ভূইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১১:৩৩ এএম
সোনারগাঁয়ে ৪ মাসে অপরাধ দমনে লক্ষণীয় ভূমিকায় পুলিশ

পুলিশ নিয়ে সাধারণ জনগণের মাঝে যে ধারণা ছিল তা পাল্টে দিতে নিরলসভাবে কাজ করছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

চুরি, ছিনতাই ও ডাকাতিসহ যেকোন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করায় তিনি ইতিমধ্যে সাধারণ জনগণের অনেক প্রশংসা কুড়িয়েছেন।

২০২৪ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় যোগদানের পর তিনি আগের চিত্র অনেকটাই পাল্টে দিয়েছেন। পুলিশকে জনগণের সর্বোচ্চ ভরসাস্থল হিসেবে রূপান্তরিত করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ছিনতাই, ডাকাতিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তার ভূমিকা লক্ষণীয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশে নানা আলোচনা-সমালোচনায় পুলিশের নেতিবাচক দিকগুলোই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের কর্মকাণ্ডও আলোচনা-সমালোচনা বাহিরে ছিল না। বিগত ৪ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, মানবিক, সৎ চরিত্রে দৃঢ়তা ও সততায় শতভাগ পেশাদারিত্বে থানার কার্যক্রম সাহসিকতার সঙ্গে পরিচালনা করার কারণে এরই মধ্যে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সবার কাছে সমাদৃত হয়েছেন।

তিনি থানায় যোগদানের পর প্রায় ৪ মাসে ৪৬০ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী  আমার সংবাদকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে পেশাদার সশস্ত্র ডাকাত, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে। এরই মধ্যে ৩১ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২২ কেজি গাঁজা, ৭৫৩ বোতল ফেনসিডিল, ১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন, ১৪৮টি চোরাই মোবাইল, আত্মসাৎকৃত  ৯৮ লাখ টাকার মালামাল উদ্ধার ও লুণ্ঠিত অর্থ  ২৫ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এছাড়াও হত্যা মামলায় ১টি প্রাইভেটকার, মাদক মামলায় ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বিগত চার মাসে সারাদেশের মধ্যে মাদক উদ্ধারে সোনারগাঁ থানা পুলিশের ভূমিকা ছিল লক্ষণীয়।

তিনি বলেন, ওসির রুমে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। পুলিশের ভাবমূর্তি ধরে রাখতে সাধারণ জনগণকে সুন্দরভাবে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

ওসি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্যমতে সারা বাংলাদেশে মাদক উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে সোনারগাঁ থানা প্রথম সারিতে রয়েছে।

তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি আমাকে ডিএমপিতে বদলির আদেশ বাতিল করে ঢাকার অতি কাছে সোনারগাঁওয়ের জনগণের জানমাল রক্ষাসহ আরও প্রশংসনীয় কাজ করার জন্য সোনারগাঁও থানায় পুনর্বহাল করেছেন। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবো ইনশাআল্লাহ।

ইএইচ