চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০২:৫২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা শহরের শান্তিমোড় এলাকায় এনজিও ফেডারেশন (এফএনবি) এসব কম্বল বিতরণের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে এফএনবি’র সভাপতি ও আরএসডিএফ’র নির্বাহী মো. মঞ্জুরুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাক’র জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদারসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা

মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান জানান, বিভিন্ন এলাকার ছিন্নমূল, দরিদ্র রিকশা ও ভ্যানচালক, বস্তিবাসীসহ অতিদরিদ্রদের ৫৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।

ইএইচ