বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:১৮ পিএম
বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় নগরীতে।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম খান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ইএইচ