বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর নেতৃত্বে রুবেল-দুলাল

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৩৪ পিএম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর নেতৃত্বে রুবেল-দুলাল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার দুই বছর মেয়াদে ২০২৫-২৬ সালের কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক অজেয় বাংলার নিজস্ব প্রতিনিধি ইয়াসির আরাফাত রুবেলকে সভাপতি ও ডিবিসি নিউজের ভিডিও সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন নির্বাচিত এ কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি সুরঞ্জিত নাগ (মোহনা টিভি) ও মীর হোসেন রাসেল (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মামুন (বাংলা ভিশন) সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক আমার সময়), দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন (দৈনিক নয়াপয়গাম), কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ (সাপ্তাহিক ফেনী বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী নজরুল ইসলাম (দৈনিক সময় সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ (দৈনিক ফেনী)।

কমিটির নির্বাহী সদস্য পদে রয়েছেন- মোস্তফা কামাল বুলবুল (ডেইলি ট্রাইবুনাল, বাংলার চোখ), এম. এমরান পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর), আবদুল্লাহ আল-মামুন (দীপ্ত টিভি, ফোকাস বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি), শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক ভোরের আকাশ)।

সাধারণ সদস্য পদে রয়েছেন- জিয়াউল হক সোহেল (দৈনিক ফেনীর সময়), মো. আমিরুল ইসলাম রাসেল (দৈনিক ফেনী), মো. শাহজাহান বাদশা সাজু (একাত্তর টিভি), জাহেদ হোসেন রনি (যমুনা টিভি), রমিজ উদ্দিন রাজু (দৈনিক ফেনীর সময়), মোজাম্মেল হক ভূইয়া লিংকন (দৈনিক ফেনী), নুর উল্লাহ কায়সার (দৈনিক স্টার লাইন), হারুনুর রশিদ মৃধা (দৈনিক অজেয় বাংলা), সুলতান মাহমুদ জয় (দৈনিক আমার ফেনী)।

ইএইচ