কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৪০ পিএম
কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

ইএইচ