সন্দ্বীপে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৫৮ পিএম
সন্দ্বীপে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন  কর্মশালা

সন্দ্বীপে বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, কমিউনিটি ফোরাম এবং নির্বাচিত স্থানীয় সরকার  প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকাল ১১টায় সংস্থার এনাম নাহার মোড় শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. শামসুদ্দিন।

সংস্থার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- সারিকাইত ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধক, সন্দ্বীপ উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. সামসুল আলম, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার নাজিম উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পৌরসভা বিবাহ রেজিস্ট্রার মো. আইয়ুব,   হারামিয়া বিবাহ রেজিস্ট্রার কাজী নিজাম উদ্দিন, মুছাপুর বিবাহ রেজিস্ট্রার আবদুর রহমান আনসারী, বাউরিয়া বিবাহ রেজিস্ট্রার এহসান উল্ল্যাহ, হারামিয়া ইউপি সচিব কাজী মেহরাজুল ইসলাম, হিন্দু বিবাহ রেজিস্ট্রার তুষার ব্যনার্জি, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন প্রমুখ।

ইএইচ