দাকোপে প্র্যাকটিক্যাল অ্যাকশান ও উত্তরণের আয়োজনে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্র্যাকটিক্যাল অ্যাকশান ও জেড জুরিখ ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ হলরুমে চালনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুলইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন প্র্যাকটিক্যাল অ্যাকশান এর ফিল্ড অপারেশন ম্যানেজার এম শফিকুল ইমলাম।
সাফাত আল মামুনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন চালনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রতন মন্ডল, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন (ইলু) ইউপি সচিব গোবিন্দ রায়, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আরিফুল রহমান, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালীসহ খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিব বৃন্দ, উপজেলা জনপ্রতিনিধি বৃন্দ, ইমাম পরিষদ এর প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ।
ইএইচ