কুড়িগ্রামের রৌমারীতে ৫ কেজি ৪৭০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারি ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মো. ছালাম উদ্দিন (৬৫)।
সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া জানায়, জেলার রৌমারী থানা পুলিশের একটি টিম থানাধীন বন্দরের বলদমারা ঘাট এলাকা থেকে মাদক কারবারি মো. ছালাম উদ্দিনকে (৬৫) ৫ কেজি ৪৭০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মাদক তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ