সন্দ্বীপে জামায়াতে ইসলামির শীতবস্ত্র বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১২:১৬ পিএম
সন্দ্বীপে জামায়াতে ইসলামির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার  মাইটভাঙ্গা ইউনিয়ন শাখা  উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় কেরামতিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে  সংগঠনের মাইটভাংগা  ইউনিয়ন আমীর মাওলানা মোহাম্মদ মোশারফ  হোসাইন এর সভাপতিত্বে ও  সেক্রেটারি আবুল হাশিম এর সঞ্চালনায় এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার  আমীর সাবেক চেয়ারম্যান  মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি সাবেক চেয়ারম্যান  মাওলানা আবু তাহের, সহকারী  সেক্রেটারি মোহাম্মদ জাফর ইকবাল, তথ্য ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহেদ খাঁন, গাজী আব্দুল কাদের, মোহাম্মদ বেলাল হোসাইন,   অফিস ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা সবুল খান, পেশাজীবী সন্দ্বীপ উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ কাউকাব প্রমুখ। 

উক্ত শীতবস্ত্র বিতরণে পৃষ্ঠপোষকতায় ছিলেন খাদিজা কুদ্দুস ফাউন্ডেশন।

বিআরইউ