ওসি নেজাম কাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:৪৪ পিএম
ওসি নেজাম কাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চট্টগ্রামের সাবেক ওসি নেজাম উদ্দিনকে হেনস্থাকারী শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে ৬ ডিসেম্বর দুপুরে পাঁচলাইশ এলাকায় সন্তানকে স্কুলে দিতে গিয়ে মারধরের শিকার হন কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিন। এ সময় জনসম্মুখে তাকে লাঞ্ছিত করে ফেসবুক লাইভ করেন স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নেজাম। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায় শহীদকে। এ সময় সেখানে আরও কয়েকজন যুবককে উপস্থিত ছিলেন।

ভিডিওতে শহীদ বলেন, এই সেই ওসি নেজাম, যে জনতার মেয়র ডা. শাহাদাতকে, আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।

আরএস