কালিয়াকৈরে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৩৮ পিএম
কালিয়াকৈরে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক করিম মিয়া (৪০), যিনি গোবিন্দপুর গ্রামের লিওন মিয়ার ছেলে। অপর নিহতদের মধ্যে নয়ানগরের বাসিন্দা অনয় রয়েছেন, তবে তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে করিম মিয়া ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হন। গুরুতর আহত ৪ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক জেহাদুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএস