সন্দ্বীপে মাদক সহ ৪ জন গ্রেফতার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৫৯ পিএম
সন্দ্বীপে মাদক সহ ৪ জন গ্রেফতার

সন্দ্বীপে যৌথ বাহিনী ও পুলিশের  অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার  গ্রেফতারকৃতদের  আদালতে হাজির করলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

তারা হল ফারুক( ৩৯), আবদুল হান্নান প্রকাশ শরিফ (৩৩)মো. মনির (৩৮) মো. পারভেজ( ৩৫), গ্রেফতার কৃতদের মধ্যে ৩ জন আমানউল্লাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও শরিফ গাছুয়া ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে আকবর হাট এলাকায় যৌথ বাহিনী অভিমান চালাই, আমানউল্লাহ ইউনিয়নে জাবেদ চেয়ারম্যানের পুরাতন গোডাউনে কতিপয় লোকজন অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করতেছে বলে সংবাদ পাওয়া যায় । পুলিশ ও  নৌ বাহিনীর যৌথ টিম সহ রাত ২ টায় ৪ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের কে সন্দ্বীপ থানায়  সোপর্দ করা হয়। 

পুলিশ গ্রেফতারকৃত ফারুকের কাছে ১৬০ গ্রাম গাজা অন্য তিন জন ফারুকের কাছ থেকে গাজা ক্রয় করে বলে পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে সিসিএমএস পর্যালোচনা করে দেখা যায় ৩ মাস আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ একটি মামলা রয়েছে। 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন যৌথ অভিযানে ৪ মাদক কারবারি কে গ্রেফতার করতে সক্ষম হই, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (১৯)ক (৪১)একটি মামলা রুজু করা হয়েছে, সন্দ্বীপ থানায় মামলা নং ০২।

আরএস