চৌগাছায় গাছিদের সমাবেশ অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৮:২০ পিএম
চৌগাছায় গাছিদের সমাবেশ অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় খেঁজুর গাছকাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপজেলার শতাধিক গাছি অংশ গ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, কৃষক গাছি  হায়াতপুর গ্রামের আব্দুল গাজী, শান্তি মোল্লা, নগরবর্ণি গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার, মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দীন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ে কোনো ধরনের ভেজাল দেবেন না বলে হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করান। পরে গাছিদের হাতে উপহার হিসেবে একটি করে শীতের কম্বল তুলে দেন। মূলত চাষের পাশাপাশি চলতি শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কাজে উৎসাহিত করতেই কৃষকদের এ সমাবেশ করা হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গাছি অংশ গ্রহণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১ লা মাঘ থেকে ৩ দিন ব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা বসবে।

আরএস