বাঞ্ছারামপুরে যুব সমাজ-প্রবাসীদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১০:৪৮ পিএম
বাঞ্ছারামপুরে যুব সমাজ-প্রবাসীদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কমলপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে আল্লাহ এবং রাসূলকে (সা.) রাজিখুশি করার লক্ষ্যে এ মাহফিল আয়োজন করেন কমলপুর যুব সমাজ ও প্রবাসীরা।

মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুর রহমান।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের গদ্দিনিশিন পীর হযরত মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা ঈমানের অঙ্গ।

এছাড়াও তিনি আল্লাহ এবং রাসূলকে (সা.) নিয়ে ওয়াজ নসিহত করেন শ্রোতাদের উদ্দেশ্যে।

তাছাড়াও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সকলকে আহ্বান করেন।

ওয়াজ মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক কমলপুর ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি  রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম, মাই গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

ইএইচ