গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী শেরে বাংলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ছায়েদুল হকসাগর ও জাহিদ হাসানকে আটক করে পুলিশ।
আটক আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছাতিয়াইল গ্রামের মোলু হোসেনের ছেলে ছায়েদুল হক সাগর, অপরজন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার নুন্দাহ গ্রামের গোলাম হোসাইন সরদারের ছেলে জাহিদ হাসান।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ