মির্জাগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল আজ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১১:৪০ এএম
মির্জাগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল আজ

‎পটুয়াখালীর মির্জাগঞ্জে ‎‘মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আজ বুধবার অনুষ্ঠিত হবে।

উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো ওয়াজ নসিহত করবেন ‎আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

মাহফিলে মহিলাদের বসার জন্য উপজেলা পরিষদ মাঠে আলাদা প্যান্ডেল করা হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ‎ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।

‎তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ‎নাসির উদ্দিন জাহাঙ্গীর।

বিশেষ মুফাসসির থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজসহ জেলা ও উপজেলার অতিথিরা।

মাহফিল কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মওলানা মো. সিরাজুল হক জানান, মাহফিলের জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। ‎মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। মাহফিলের জন্য বড় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং এতে দশ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবেন।

তিনি আরও জানান, মাহফিলে আগত মুসল্লিদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ইএইচ