আখাউড়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:২৫ পিএম
আখাউড়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮০০ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা- হলেন উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা (৩৫) ও একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ