ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮০০ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা- হলেন উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা (৩৫) ও একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ