শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:৩০ পিএম
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা

পরিবেশের ছাড়পত্র না থাকায় শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেরাচাক্কি এলাকার মেসার্স আর.বি.এম ব্রিক ফিল্ড নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।

এ সময় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমির হোসেন, সখিপুর থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, পরিবেশের ছাড়পত্র না থাকায় ওই ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি।

ইএইচ