জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ এর অংশ হিসেবে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার-আশুলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
গতকাল মঙ্গলবার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দরা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি যা আগামী ১১ তারিখ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে এই লিফটের বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিআরইউ