নাটোরে ‘অবৈধ স্থাপনা’ মুক্ত করতে উচ্ছেদ অভিযান

মো. মনজুর ই মওলা সাব্বির, নাটোর প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৩৫ পিএম
নাটোরে ‘অবৈধ স্থাপনা’ মুক্ত করতে উচ্ছেদ অভিযান

নাটোরের প্রধান সড়ক অবৈধ স্থাপনা মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাটোর সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপি শুরু হপয়া এই অভিযানে ১৬৬ টি অবৈধ দোকান ও স্থাপনা ছিল।

নাটোরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদের পরিচালনায় নাটোর সড়ক বিভাগের একটি টিম এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

উচ্ছেদ অভিযান শেষে নাটোর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, নাটোরের প্রধান সড়কের উভয় পাশে ফুটপাত সংলগ্ন স্থানগুলোতে প্রচুর অবৈধ দোকান ও স্থাপনা গড়ে তোলার কারণে জনসাধারণের চলাচল ও গাড়ি পার্কিং-এ প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এ কারণে আদালতের নির্দেশে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নাটোর জেলার বিভিন্ন জায়গায় স্থাপিত ১৬৬টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা শুরু হয়েছে।

এর আগে অবৈধ দখলদারদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কেউ সরিয়েছিল। অনেকেই সরান নি। আদালতের আদেশে আজ বুধবারের তারিখেই এসব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। এটা চলমান প্রক্রিয়া। আজকের অভিযান শেষ হলেও প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে তা নজরদারির মধ্যে রাখা হবে বলে তিনি জানান।

বিআরইউ