নরসিংদীতে বিআরটিএর উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নরসিংদী জেলা শাখার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এ প্রশিক্ষণে পেশাজীবী গাড়ি চালকদের গাড়ি চালনার দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিখানো হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী মাহমুদা বেগম, সহকারী পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ নরসিংদী সার্কেল শেখ মো. ইমরান, নরসিংদী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম, বিআরটিএ নরসিংদী সার্কেল মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, বিআরটিএ নরসিংদী সার্কেল মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদ এবং বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ম্যানেজার অপারেশন মো. জান্নাতুল ফেরদৌস।
প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের দ্বারা দেওয়া সেশন, যেখানে মাদকের কুফল, অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে গাড়ি চালকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রশিক্ষণ শেষে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে ডিএনসি নরসিংদী পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র নরসিংদীতে অনুষ্ঠিত হয় এবং এ বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগ্রহ ও প্রশংসা পায়।
ইএইচ