দীঘিনালায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৪:৩৫ পিএম
দীঘিনালায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোবো ধানের ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী ইউনিয়ন তেবাংছড়া এলাকার কাটারুং ব্লকে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে ধান রোপণ উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বাছিরুল আলম।

সহকারী কৃষি অফিসার মো. শামীমমুল আবরারের সঞ্চালনায় দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন- উপ-সহকারী কৃষি অফিসার সুদত্ত চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল রানা, বোয়ালখালী ইউপি ৩নং ওয়ার্ড মেম্বার জনপ্রিয় চাকমা প্রমুখ। 
প্রণোদনার আওতায় তেবাংছড়ার কাটারুং ব্লকের ৫০ জন কৃষকদের ৫০ একর জমিতে ধান চাষের জন্য উচ্চফলনশীল ধানে চারা, সার, কীটনাশক প্রদান করা হয়।

ইএইচ