সন্দ্বীপে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৬:২০ পিএম
সন্দ্বীপে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপে  তামজিদুল আলম ফরহাদ (৩৭) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করছে সন্দ্বীপ থানা পুলিশ। 

বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে মগধরা ইউনিয়নের পেলিশ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সন্দ্বীপ থানা পুলিশের এ এস আই শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তামজিদুল আলম ফরহাদ মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের পুত্র বলে জানা গেছে।  

সন্দ্বীপ থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে পেলিশ্যবাজার এলাকায় রয়েছে তাকে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ২০২১ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এবং তার  বিরুদ্ধে সন্দ্বীপ থানার মামলা নং ৬(০১)২০১৭ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(ক) এর ১ বছরের সাজা রয়েছে।  

বিআরইউ