নরসিংদীতে ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ করছেন সারজিস আলম

তারেক পাঠান, নরসিংদী প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:৩২ পিএম
নরসিংদীতে ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ করছেন সারজিস আলম

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে শিবপুরের ইটাখোলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সাথে নিয়ে ৭ দিনব্যাপী ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ কর্মসূচি শুরু করেন। এসময় তিনি জুলাই ঘোষণাপত্র পড়ে শুনান।

পরে তিনি দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়সহ নরসিংদী পৌরসভা ও বিকালে মাধবদী পৌরসভা এলাকা এবং মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জুলাই ঘোষণাপত্র বিষয়ে বিভিন্ন শ্রেণিপেশার জনগণকে সচেতন করতে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করবেন। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এসময় সারজিস আলম বলেন, ৪৭,৭১,২৪ কোনটা থেকে যেন কোনটার গুরুত্ব বেশি না দেয়া হয়।  প্রত্যেকটার জায়গায় প্রত্যেকটা যেন সমান গুরুত্ব পায়। ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে আন্দোলন জারি রাখতে হবে। এ দেশে আর ফ্যাসিস্ট হাসিনা তৈরি হতে দেওয়া হবে না।

বিআরইউ