আখাউড়া দিয়ে যাত্রী পারাপার কমেছে, বেড়েছে মাছ রপ্তানি

মো সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:০০ পিএম
আখাউড়া দিয়ে যাত্রী পারাপার কমেছে, বেড়েছে মাছ রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ডিসেম্বর মাসে যাত্রী পারাপার কমে অর্ধেকেরও  নিচে নেমে এসেছে। এসময় বেড়েছে মাছ রপ্তানি।

ভারত সরকার টুরিস্ট ও বিজনেস  ভিসা বন্ধ করে দেওয়ায় আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ক্রমেই কমে আসছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় যাত্রী পারাপার কমে অর্ধেকের নিচে নেমে গেছে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, বছরে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আসে আখাউড়া দিয়ে ভারতে গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী যাত্রীদের ভ্রমণকর থেকে। গত(৫ আগস্টের) পূর্বে প্রতিমাসে কোটি টাকার রাজস্ব আয় হতো এ খাত থেকে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্টযাত্রী  পারাপার হয়েছে মোট ৫৩৮৩ জন। এ সময় ভারত থেকে এসেছে ২২২৫ জন যাত্রী, ভারতে প্রবেশ করেছে ৩১৫৮ জন যাত্রী, ডিসেম্বর মাসে যাত্রী পারাপারে মোট রাজস্ব আদায় হয়েছে ৩১ লক্ষ ৫ হাজার টাকা। গত নভেম্বর মাসে এস্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার করে ১৩০০৭ জন। যা থেকে রাজস্ব আদায় হয় ৭৩ লক্ষ ৪১ হাজার টাকা।

আখাউড়া ইমিগ্রেশনে পাসপোর্টধারী কিছু যাত্রীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ভারত সরকার ভিসা বন্ধ করাতে বিপাকে পড়েছেন রোগীসহ নানা পেশার মানুষ।বর্তমানে আগের থাকা ভিসায় পারাপার করছে পাসপোর্টধারী যাত্রীরা। তবে ভিসার মেয়াদ শেষের দিকে হওয়ায় বিপাকে পড়তে পারেনা রোগীরা এমনটা আশঙ্কা করছেন তারা।দ্রুত সব সমস্যা কাটি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের নতুন করে ভিসার ব্যবস্থা করবে সরকার এমনটাই চাওয়া সবার।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো,শফিকুল ইসলাম জানান, আখাউড়া চেকপোস্ট দিয়ে পূর্বের তুলনায় যাত্রী পারাপার কমে গেছে।বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাস নতুন করে টুরিস্ট ভিসা না দেওয়ায় যাত্রী পারাপার কমছে। এ পথ দিয়ে সব ভিসায় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছে।আমরা যাত্রীদের সব ধরনের সহযোগিতা করে দুদেশে পারাপারের ব্যবস্থা করে দিচ্ছি।

তবে যাত্রী পারাপার কমলেও গত ডিসেম্বর মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে।এ সময় এই স্থলবন্দর দিয়ে ১৭৮৬ টন মাছ ভারতের রপ্তানি হয় যার মূল্য ৫৩ কোটি ৫৭ লক্ষ ৮৮০০ টাকা। গত নভেম্বর মাসে রপ্তানি হয়েছিল ১০৭৩ টন মাছ যার মূল্য ৩২ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা।

মাছ রপ্তানি কারক সিএন্ডএফ এজেন্ট মিথু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেসার উদ্দিন ভূইয়া বলেন,ডিসেম্বর মাসে মাছ রপ্তানি বেড়েছে।বাংলাদেশের মাছের উৎপাদন ভালো হওয়ায়, দেশের বিভিন্ন স্থান থেকে মাছ এসে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের রপ্তানি হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো:ওয়াহিদুজ্জামান খান বলেন,গত ডিসেম্বর মাসে এ স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে ওই সময়ে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা নাগাদ মাছ ভারতে রপ্তানি হয়।দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ওই সময়  ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় গত মাসে মাছ রপ্তানি বেড়েছে। 

আরএস