কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান পরিচালনা করে শরীরের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করে মাদকদ্রব্য গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কদমতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে শরীরের মধ্যে বিশেষ কাঁদায় ফিটিং অবস্থায় তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি পলাশ(২৩)ও ইকবাল হোসেনকে(২৪) গ্রেফতার করে পুলিশ। আটক ওই মাদক কারবারি পাবনা জেলার পশ্চিম সাধুপাড়া ও সরষি সোনাতলার মঞ্জিল ও মৃত আব্দুল আউয়ালের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
বিআরইউ