রাজবাড়ীতে বিদেশি ৩টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৩:৩৫ পিএম
রাজবাড়ীতে বিদেশি ৩টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

রাজবাড়ীতে বিশেষ অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) কৌশলে পালিয়ে গেলেও তার গুদামে অভিযান চালিয়ে এ অস্ত্র, গুলি  উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই মাহবুব, এসআই জুয়েল, এবং এসআই সেলিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোধূলি পার্কের সামনে অবস্থান নেন। 

মাদক সরবরাহের জন্য সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের পাশে পাকা রাস্তায় আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম দ্রুত মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় তার ড্রেজার পাইপের দোকানে গিয়ে মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহাজান মোল্লা ছেলে।

এরপর পুলিশ সাদ্দামের পিছু নিয়ে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় তার পাইপের গুদামে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

তিনি বলেন,  অভিযানে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ একযোগে কাজ করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিআরইউ