মৌলভীবাজারের বড়লেখার শেওরা ডিগা ক্রিকেট ক্লাবের আয়োজনে জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মাতিউরা ইয়ং স্টার বিয়ানীবাজার উপজেলা, বনাম হাইপার অস্ফো সুজানগর বড়লেখা উপজেলা।
টসে জিতে হাইপার অস্ফো সুজানগর বড়লেখা উপজেলা ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বাংলা টিভি প্রতিনিধি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল এর সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ও বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব ময়নুল হক।
বিশেষ অতিথি বক্তব্য দেন- দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি শাহরিয়ার জামান খালেদ, কাতার প্রবাসী নুরুল আমিন সুবেল প্রমুখ।
ইএইচ