কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ীকরণ ও আগামী ইরি মৌসুমের শুরুতে জ্বালানি তেল সরবরাহের দাবি নিয়ে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
এতে কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাটিকাটা-জোড়গাছ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, সদস্য হযরত আলী, তেল ব্যবসায়ী জয়নাল আবেদীন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু প্রমুখ।
এ সময় বক্তারা দ্রুত ভাসমান তেল ডিপো দুটি চালু ও স্থায়ী করণের দাবি জানান। পরে প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
ইএইচ