রাঙ্গুনিয়ায় টপসয়েল কাটার দায়ে অর্থদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৫ পিএম
রাঙ্গুনিয়ায় টপসয়েল কাটার দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শষ্যভান্ডার খ্যাত গুমাইবিলের কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি অপরাধে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় স্কেভটর দিয়ে ফসলি জমি কেটে অন্যত্র পাচার করে আসছিল একটি প্রভাবশালী চক্র। একাধিক ট্রাকযোগে গ্রামীণ সড়ক হয়ে মাটি নিয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটের ক্ষতি হয়।

খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে জরিমানা ও মাটি কাটা বন্ধ করেন।

ইএইচ