গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়েছে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির।
পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সহযোগী অধ্যাপক মো. সুলতানূল আলম খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, সহকারী কমিশনার মুনমুন পাল, অফিসার ইনচার্জ মো. শফিউদ্দীন খান, সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ কনক, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্শী ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম।
ইএইচ