যশোরের চৌগাছায় এক এনজিও কর্মীর নগদ টাকা ও মোবাইল ছিনতাইকালে প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের সলুয়া শাখার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম শামীম বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটক ছিনতাইকারীরা হলেন- খুলনা জেলার লবনচরা উপজেলার সাচিবুনিয়া গ্রামের আব্দুল্লাহর ছেলে ইমন হোসেন (৩০), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)।
এ সময় আসামিদের কাছে থেকে গাড়ির একটি নকল লাইসেন্স, একটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরও আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।
ইএইচ