ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০২:৫৭ পিএম
ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাঙ্গুড়া প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি)  সকাল ১১টায়  প্রেস ক্লাবের উদ্যোগে পরমান্দপুর  প্রাথমিক বিদ্যালয় চত্বরে শতাধিক অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাকের প্রতিনিধি মো. মাহবুব উল আলম, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম বিদ্যুৎ ও সহ-সভাপতি মো. নুরুজ্জামান সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ও মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ ও স্থানীয় বিএনপি জয়নুল আবেদীন মিলন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আতাউর রহমান খোকনসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের সময় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংবাদিকগণ অন্তর্বর্তীকালীন  সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও এলাকার অসংগতি সমূহ প্রচার-প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা লেখালেখির পাশাপাশি বরাবরই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির স্থাপন করে চলছেন, এলাকার সার্বিক উন্নয়নে ভাঙ্গুড়া প্রেস ক্লাব  সাংবাদিকদের কঠোর ভূমিকা পালন ও লেখালেখির ধরন এবং দেশ ও জাতির উন্নয়নে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের সাধ্যের মধ্যে অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জড়িয়ে কঠিন ভূমিকা পালন করছেন ভাঙ্গুড়া প্রেস ক্লাব উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ ।

বিআরইউ