জামালপুরে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের সাথীদের হত্যা হামলায় সাদপন্থীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকর এবং তাদের নিষিদ্ধসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা জামালপুর জেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজন এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও মাওলানা আলাউদ্দীন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মুফতী শামসুদ্দীন, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, মাওলানা আমানুল্লাহ কাশেমী, মাওলানা নজরুল ইসলাম, মুফতী মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী খাঁন মুফতী শফিক, মুফতী শরিফ, মাওলানা মাসউদ হুসাইন, মাওলানা ইমাম হুসাইন।
জামালপুর জেলা মডেল মসজিদ সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
ইএইচ