পাওনা টাকা চাওয়ায় ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৪:২২ পিএম
পাওনা টাকা চাওয়ায় ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১৭ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় অভিযোগ দায়ের করেছেন ময়নাল হোসেন নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা ময়নাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা করেন একই এলাকার সাহাজ উদ্দিন নামে এক ব্যক্তি।

এ সময় তার সাথে আরও প্রায় ২০-২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে নিয়ে ময়নাল হোসেনের বাড়ি ভাঙচুর করে ও বাড়ির সদস্যদের উপর হামলা চালায়। এ সময় প্রায় চারজন গুরুতর আহত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে সাহাজ উদ্দিনের সঙ্গে ময়নাল হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে বৃহস্পতিবার বিকালে সাহাজ উদ্দিন, শাহ আলম ও শামসুদ্দিনসহ প্রায় ২০-২৫ জন ব্যক্তি একত্রিত হয়ে লাঠি সোঁটা নিয়ে ময়নাল হোসেনের বাড়িতে হামলা করেন। এ সময় নারী পুরুষ সহ চারজন আহত হয়। এদের মধ্যে দুজন ব্যক্তি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ময়নাল হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

হামলার বিষয়টি অস্বীকার করেছেন বিবাদী পক্ষ সাহাজ উদ্দিন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ