গরীব অসহায় নিম্ন আয়ের মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মনি পঞ্চায়েত ট্রাস্টের চেয়ারম্যান এলাকার কৃতি সন্তান মহিদুল ইসলাম রিপন।
শুক্রবার সকালে বগুড়া সোনাতলা পৌর এলাকায় আগুনিয়াতাইড় বাসায় ৩টি ইউনিয়নের গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মহিদুল ইসলাম রিপন এ উপজেলার অসচ্ছল মানুষদের আর্থিকভাবে সহায়তা করে থাকেন। তিনি সবসময় যেন মানুষের পাশে থেকে সেবা করতে ভালো বাসেন।
মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন বলেন, সোনাতলা উপজেলার পিছিয়ে পড়া মানুষের সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট। দীর্ঘ ২৫ বছর যাবৎ এলাকার মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও এভাবে মানুষের সেবা করে যেতে চাই।
কম্বল বিতরণের কাজে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা।
ইএইচ