জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৫৮ পিএম
জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের সাথীদের হত্যা ও হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকর এবং তাদের নিষিদ্ধসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওলামা মাশায়েক, তাবলিগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার জয়পুরহাট জেলার আয়োজনে শুক্রবার জু্ম্মার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এ সময় শুরায়ী নেজামের পক্ষে বক্তব্য দেন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি আব্দুল বারী তালেব, মুফতি নাজমুল হাসান, প্রফেসর মেহেদী হাসান, মাওলানা আব্দুর রউফসহ অন্যান্যরা।

ইএইচ