বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব।
শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও এলাকাসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন তিনি।
এ সময় মির্জাপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া, বিএনপি নেতা দিপু হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ