ফেনীতে রেড ক্রিসেন্টের কম্বল পেলো ৪০০ শীতার্ত নারী-পুরুষ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:০৭ পিএম
ফেনীতে রেড ক্রিসেন্টের কম্বল পেলো ৪০০ শীতার্ত নারী-পুরুষ

ফেনীতে অসহায়-হতদরিদ্র ৪০০ শীতার্ত নারী-পুরুষকে কম্বল দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

এ সময় রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের সহকারী পরিচালক আবদুল মান্নান, সাবেক বিভাগীয় প্রধান (রক্ত) রাসেল চৌধুরী, সিনিয়র যুব সদস্য কামরুজ্জামান মজুমদার, উপ-যুব প্রধান আবদুল হালিম জুলহাস, ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, প্রাথমিকভাবে ৪০০ নারী-পুরুষকে কম্বল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণের উদ্যোগ রয়েছে।

ইএইচ