সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ হাজার ১০০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল লাউড়েরগড় সীমান্তের মোকশেদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফুচকা জব্দ করে। জব্দ হওয়া ফুচকার বাজার মূল্য ১৭ লাখ ৯৩ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এ অবৈধ ফুচকার চালান জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা জেলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ