খন্দকার মাশুকুর রহমান মাসুক

দেশ ও জাতির জন্য মাদক ভয়াবহ বিপজ্জনক

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:৪০ পিএম
দেশ ও জাতির জন্য মাদক ভয়াবহ বিপজ্জনক

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, দেশ ও জাতির জন্য মাদক ভয়াবহ বিপজ্জনক, পার্শ্ববর্তী দেশ থেকে ফেনসিডিল ইয়াবা এসে আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে, এই পদগামী যুবসমাজকে সঠিক পথে ন্যায়ের পথে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে খেলাধুলার আয়োজন করতে হবে।

শুক্রবার রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাহেরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সাহেরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবি এম মাহমুদ আলম সরদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য হুমায়ুন কবির সিপন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ