ফরিদগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:১৬ পিএম
ফরিদগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে নানান প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।

জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা এই দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা।

শনিবার দুপুরে ফরিদগঞ্জের বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন দোকানদার, শ্রমিকদের মাঝে তারা এই লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডা. ইউসুফ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তানিম, নাঈমুল ইসলাম, সালাউদ্দিন সালমান, চাঁদপুর জেলা ছাত্র প্রতিনিধি মুঈদসহ স্থানীয় ছাত্র নেতারা।

ইএইচ