সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত

‘সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র’ এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার উদ্যোগে সরিষাবাড়ী প্রেসক্লাব এলাকায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সরিষাবাড়ী প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা ওষুধ প্রতিনিধি সংস্থার (ফারিয়া) সহ-সাধারণ সম্পাদক দেল খোরশেদ আলম, যুগান্তর প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, কালের কণ্ঠ ও ৭১ টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত।
যায়যায়দিন প্রতিনিধি বাদশা ভুঁইয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, সহ সভাপতি ও আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির মিজানুর রহমান, আজকালের খবর প্রতিনিধি ফারুক হোসেন, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি স্বপন মাহমুদ, দৈনিক খবর প্রতিনিধি আনিছুর রহমান, আমাদের অর্থনীতির প্রতিনিধি মাসুদ রানা, সিএনএন বাংলা টিভির সাঈদ মাহমুদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেয়।

ইএইচ