কিশোরগঞ্জে প্রতি সপ্তাহে ফ্রি চিকিৎসা দিচ্ছে পদ্মা জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৩৯ পিএম
কিশোরগঞ্জে প্রতি সপ্তাহে ফ্রি চিকিৎসা দিচ্ছে পদ্মা জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জে গরীব, অসহায়, অনাথ ও প্রতিবন্ধী এবং চিকিৎসাসেবা বঞ্চিত রোগীদের সুবিধার্থে প্রতি সপ্তাহে মঙ্গলবার ফ্রি চিকিৎসা দিচ্ছে আধুনিক চিকিৎসাসেবা সম্বলিত প্রতিষ্ঠান পদ্মা জেনারেল হাসপাতাল (প্রা.)।

জেলা শহরের প্রাণকেন্দ্র পুরানথানা খান প্লাজায় অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকরা এ ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। তা ছাড়া সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর ২৫ শতাংশ ছাড় প্রদান করা হয়।

এ ফ্রি চিকিৎসা সেবার মূল উদ্যোক্তা মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত পদ্মা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। যিনি নিজেকে গরীব অসহায়দের মাঝে বিলিয়ে দিয়েছেন বিভিন্ন কল্যাণমূলক কাজের মাধ্যমে।

পদ্মা জেনারেল হাসপাতালের (প্রা.) ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জানান, আমাদের প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহের মঙ্গলবার গরীব, অসহায়, অনাথ ও প্রতিবন্ধী এবং চিকিৎসাসেবা বঞ্চিত রোগীদের কথা চিন্তা করে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তা ছাড়া সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার উপর ২৫ শতাংশ ছাড় দেয়া হয়। চিকিৎসা একটি সেবা ও পবিত্র কাজ। আমরা আধুনিক চিকিৎসাসেবা দিয়ে অসুস্থ মানুষকে সুস্থ জীবনযাপন করতে সহযোগিতা করে থাকি। আমরা চিকিৎসাসেবা প্রদানকে পবিত্র আমানত হিসেবে মনে করি। যার ফলে আমরা বিভিন্নভাবে সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের এ মানবিক কার্যক্রমসমূহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ