৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে আলোকিত ফেনী ফাউন্ডেশন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৪:৩৯ পিএম
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে আলোকিত ফেনী ফাউন্ডেশন

ফেনীতে প্রথম থেকে অষ্টম শ্রেণির ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে আলোকিত ফেনী ফাউন্ডেশন।

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে ২০২৪ সালের আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার বিকালে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে স্কুল পর্যায়ে মেধা তালিকায় ২০ জন ও সাধারণ গ্রেডে ২০ জন করে ৩২০ জন শিক্ষার্থী এবং মাদরাসা পর্যায়ে ১৮০ জনকে বৃত্তি দেয়া হবে।

প্রতিবারের মতো খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী শিশু নিকেতন, সোনাগাজী ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও দাগনভূঞার সিলোনীয়া হাই স্কুল কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১০ সাল থেকে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা প্রতি বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

১৩তম এ আসরে জেলার চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিশু শিক্ষার্থী অংশ নেয়।

ইএইচ