কুমারখালীতে ড্রামট্রাক চাপায় নিহত ১

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:০৮ পিএম
কুমারখালীতে ড্রামট্রাক চাপায় নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রামট্রাক চাপায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সৈয়দ মাছ-উদ রুমী সেতু সংলগ্ন কাশেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হয়েছেন উপজেলার কয়া ইউনিয়নের কামার তলা এলাকার মো. মাসুদের ছেলে রাজু (২৪)। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা কয়া ইউনিয়নের মৃত তাহেরের ছেলে ভোলা, মৃত লাছা মোল্লার ছেলে আসলাম, মৃত আয়নাল হোসেনের ছেলে বিল্লাল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, ড্রামট্রাকের ধাক্কায় একজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

ইএইচ