রাজবাড়ীর পাংশায় মারধর করে জোরপূর্বক জমি দখলের অভিযোগে পাংশা সেনা ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
গত ২৬ নভেম্বর এ অভিযোগ করা হয়। ভুক্তভোগী ঐ ব্যক্তির নাম মো. আবুল হোসেন, তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া (দড়ি পাট্টা) গ্রামের মৃত ফেলু মণ্ডলের ছেলে।
তিনি অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত ওমেদ আলী মণ্ডলের ছেলে মো. ইসহাক মন্ডল ও তার দুই ছেলে মো. মুল্লুক মন্ডল, মো. সুরুজ মণ্ডলের নেতৃত্বে মৃত হোসেন শেখের ছেলে মো. আজিজুল শেখ এবং মৃত আফদাল শেখের ছেলে মো. বাকাই শেখ আমাদের খান্দুয়া, বিএস খতিয়ান নং- ৪৫৭, দাগ নং-৩৮ জমির পরিমাণ ৩০ শতাংশ জমি পৈত্রিকসূত্রে প্রাপ্ত দীর্ঘদিন যাবৎ আমরা ভোগদখলে আছি। কিন্তু বিবাদীগণ তাকে মারধর করে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ করে জমি দখল করে নেয় বলে তিনি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মো. আবুল হোসেনের আরেক ভাই সানাউল্লাহ বলেন, আমার একটি পুকুর আছে যেটি আমি ফনা দা নামে এক হিন্দু ব্যক্তির কাছে লিজ দিয়ে রেখেছি। অভিযুক্তরা সেই পুকুর থেকে মাছ মেরে নেওয়ার জন্য লিজকৃত ব্যক্তি ফনা দাকে হুমকি দেয়।
পুকুর থেকে মাছ মেরে নেওয়ার বিষয়ে জেলে ফনার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মুল্লুক আমাকে জানিয়েছে যে আপনি মাছ মেরে নিয়ে যান এই পুকুর আমাদের বা এই জমি আমাদের আমরা এটা দখল করে নিব।
এ বিষয়ে অভিযুক্ত মুল্লুক মণ্ডলের সঙ্গে মুঠোফোনে কথা হলে মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। ১৫ শতাংশ জমি আমি দখলে নিয়েছি যেটা আমাদের নামে দলিল রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, জমি দখলের একটি অভিযোগ আমাদের বরাবর এসেছে বিষয়টি তদন্ত চলছে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ